#শুভ জন্মদিন, #Happy Birthday আমার দাদা। আজ 30th July,2022 তাঁর ৪০তম জন্মদিন। ছোটবেলার কত স্মৃতি আজ মনে পরে যাচ্ছে। চোর-পুলিশ খেলা ঠেকে শুরু করে ঘরে দুপুরে তেতুলের আচার চুরি করে খাওয়া কত কিছুই না করেছি আমরা। আমি ছিলাম ভীতু, তাই সবকিছুই তাঁর প্ল্যান ছিল। আজ মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় একসাথে স্কুলে যাওয়ার কথা, একসাথে হোম-ওয়ার্ক করতে বসা, একসাথে খাওয়া, বিকালে খেলতে যাওয়া, শেয়ার করে গল্পের বই পড়া, রবিবারের সকালে DD National এর অনুষ্ঠান দেখা, ক্যাসেট চালিয়ে গান শুনা, পূজোর নূতন জামা জুতো পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, বইমেলায় গিয়ে নূতন বই কেনার আনন্দ.... আরও অনেক কিছু... । নন্টে ফন্টের কমিকস আর টুনটুনির গল্পের বই, কখনো বা গা ছমছমে ভূতের গল্প, মাঝে মধ্যে রহস্যময় ডিটেকটিভ গল্পের বই...আমার ছোটবেলায় সঙ্গী সাথী..... এখনো এই বইগুলো সাজানো আছে আমাদের বুকসেল্ফে। Alif laila, Malgudi days, Shaktiman, The Junglee Book (Mowgli), Chandrakanta, Bomkesh Bokshi, Surabhi, Circus, Bikram Betal --- সবই মনে আছে। কিন্তু আজ আর সেদিন নেই। কোথায় ...
আঁখো মে তেরি আজব সি... আজব সি অদায়ে হ্যায়" মোবাইলের রি্ংটোনে ঘুম ভাঙোল আকাশের। হাসপাতালর র্মগের কর্মী আকাশ হাসপাতালের পিছনে কোয়ার্টারে থাকে। স্ত্রী রিনা গৃহকত্রী। " কার ফোন গো" -- রিনা " হাসপাতালের ম্যডামের। দশটার মধ্যে বেরোতে হবে। "---আকাশ " কেন ? কিছু হয়েছে ? " অবাক চোখে জিজ্ঞাসা করে রিনা " ম্যাডাম বললেন ভি আই পি র কেস আছে" --আকাশ জানায়। সকাল দশটা। হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। হাসপাতালের ম্যাডাম তাঁকে জরুরি তলব করেছেন ময়না তদন্তের জন্য। চল্লিশোর্ধ আকাশ ১০ বছর ধরে এই র্মগে কাজ করছে। দীর্ঘদিনের কর্ম জীবনে অসংখ্য দেহের ময়না তদন্ত করে ফেলেছে সে। তাই নিথর দেহগুলোর উপর ছুরি কাঁচি চালাতে আর হাত কাঁপে না। মৃত্যু যেভাবেই হোক না কেন , সব দেহই যেন এক। তবে কিছু কিছু ঘটনায় মৃত্যুর বিভীষিকায় খনিকের কষ্ট হয়। গত বছর পূর্ব রেলের সদর দফতরে আগুনে পুড়ে কাঠকয়লার মতো হয়ে যাওয়া বারোটি দেহের সারা রাত ধরে ময়না তদন্ত করার সময় সেরকম অ...